মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা” সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার মানো ন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে অভিমত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডের সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক ।
এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী আজিজী, বিদ্যালয় এর পরিদর্শক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
আপনার মতামত লিখুন :