গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন /
গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরও গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল।

এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া, সরকারি বঙ্গবন্ধু কলেজের শরীর চর্চা শিক্ষক হেলাল উদ্দিন হেলু, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা শামীম হোসাইন সোহেল প্রমুখ।

ইউএন ও অরুণ কৃষ্ণ পাল বলেন, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা সভা করা হয়েছে।
শফিকুল ইসলাম