কুয়াকাটায় খালের মিষ্টি পানি উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করার লক্ষে মানববন্ধন ও সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন /
কুয়াকাটায় খালের মিষ্টি পানি উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করার লক্ষে মানববন্ধন ও সভা

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার খালের মিষ্টি পানি সকলের জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করার লক্ষে মানববন্ধন ও সভা করা হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মৎস্য বন্দর আলীপুর ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এতে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার দু’শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে খাল উম্মুক্ত করনে বিভিন্ন শ্লোগানের স্টিকার ও প্লেকার্ড দেখা যায়।

পরে এ উপলক্ষে এক সভা করা হয়। সভায় ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম ও নারী অংশগ্রহণকারীদের মধ্যে মোসাঃ রিনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার সকল খালের মিষ্টি পানি সবার জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করতে হবে। যাতে প্রান্তিক জনগোষ্ঠী কৃষি উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি পানি ব্যবহার করে অধিক ফলন ফলাতে সক্ষম হয়। এমনকি গবাদি পশু পালনসহ জনগণের সকল কাজে খালের মিষ্টি পানি ব্যবহার নিশ্চিত করতে সকল খাল উম্মুক্ত রাখতে হবে।