লাকি আক্তারের গ্রে*ফতারের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন /
লাকি আক্তারের গ্রে*ফতারের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ধামরাই, ঢাকা : শাহবাগ কর্মী লাকি আক্তারের গ্রে*প্তারের দাবিতে ধামরাইয়ের তোহিদি শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ধামরাই উপজেলা চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভে “দেশবিরোধী ষড়যন্ত্র” বলে অভিহিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি করা হয়।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা “লা তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা”, “আমার ভাই কবরে, লাকি কেন বের?”, এবং “প্রত্যেক শাহবাগীকে ধরো, একে একে তাদের বিচার করো” সহ বিভিন্ন স্লোগান দেয়।অনুষ্ঠানে বক্তারা শাহবাগ কর্মীদের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং জনতার বিচারের সংস্কৃতি লালন করার অভিযোগ তোলেন। তারা যুক্তি দিয়েছিলেন যে শাহবাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দাবির জন্মস্থান এবং তথাকথিত জুলাই বিপ্লবে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল।

শিক্ষার্থীরা যৌন সহিংসতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়গুলিও তুলে ধরে বলেছে যে তারা পূর্বে ভুক্তভোগীদের সমর্থনে দাঁড়িয়ে থাকলেও, কিছু গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তারা দাবি করেছে যে প্রশাসনের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা সত্ত্বেও, কিছু গোষ্ঠী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে।

বিক্ষোভকারীরা লাকি আক্তার সহ “শাহবাগ কসাই” হিসাবে চিহ্নিত সকলকে অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, যাতে জাতির বিরুদ্ধে আরও ষড়যন্ত্র রোধ করা যায়।স্থানীয় কর্তৃপক্ষ এখনও বিক্ষোভের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।