উপহারের নামে যৌতুক প্রথার বিলুপ্ত করে বিয়েকে সহজ করতে হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন /
উপহারের নামে যৌতুক প্রথার বিলুপ্ত করে বিয়েকে সহজ করতে হবে

নিজস্ব প্রতিনিধি : বিয়ে একটি পবিত্র সম্পর্ক। যার মাধ্যমে মানব জাতির বিস্তৃতি ঘটে থাকে। কিন্তু সমাজে যৌতুক, পণ, উপহার, সামাজিকতার রক্ষার নামে মেয়েদের পিতার থেকে বরের পক্ষ দাবী করে থাকে। ফলে নিম্নবিত্ত পরিবারগুলো মেয়ে বিয়ে দিতে গিয়ে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়।

তাই সমাজে সমাজ থেকে যৌতুক,পণ,উপহারের নামের সকল প্রথা বিলুপ্তি ঘটানোর কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার।

তিনি রবিবার পাতারহাট উত্তর জামে মসজিদে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাড. জহির উদ্দীন ইয়ামিনের শ্যালক সৈয়দ এস এমন নাজমুস সাকিবের আকদ্ অনুষ্ঠানে এ কথা বলেন।

আকদ্ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান,জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব, মেহেন্দীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল কুদ্দুস, হাফে