কাঠালিয়া থানার অফিসার ইনচার্জের বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন /
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জের বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির কাঠালিয়া থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরদারকে বরণ করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে পুরাতন অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, আগত কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইতিপূর্বে ঝালকাঠি সদর থানার অফিসার্স ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে কাঠালিয়া উপজেলার সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামকে ঝালকাঠি সদর থানার অফিসার্স ইনচার্জ হিসাবে বদলি করা হয়েছে।