নোয়াখালীর শীর্ষ ব্যবসায়ি সংগঠনের উদ্যোগে ইফতারের আয়োজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৮:১০ অপরাহ্ন /
নোয়াখালীর শীর্ষ ব্যবসায়ি সংগঠনের উদ্যোগে ইফতারের আয়োজন

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ মার্চ)বসুরহাট আজমেরী হোটেল এন্ড পার্টি সেন্টারে বিকেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভাপতি আব্দুল কাদের রাহিদ সভাপতিত্বে, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু কাউছার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বসুরহাট পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোশারফ হােসেন।

অতিথিরা এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরভূয়সী প্রশংসা করেন। ব্যবসা বাণিজ্যসহ সব মানবিক কাজে এ সংগঠনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উল্যা,সহ-সভাপতি আবু কাউছার, সেক্রেটারি মোফাচ্ছের হোসেন, সহ-সেক্রেটারি শাহাজাহান গনি,অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক নিজাম উদ্দিন মিডিয়া সম্পাদক আলাউদ্দিন টিপু,সাহিত্য সম্পাদক কামরুল ইসলাম,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক-অরাজনৈতিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলোর শীর্ষ স্থানীয় নেতারা,ব্যবসায়ি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরাইফতারের আগ মুহূর্তে দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।