আজকালের কন্ঠ ডেস্ক : এমপি আনোয়ারুল আজিম হত্যায় আসামি সিয়ামকে নিয়ে কোলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে সিআইডি। পাওয়া গেছে হাড়ের টুকরা। কোলকাতার সিআইডি জানায়, রবিবার (৯ জুন) সকালে অভিযান চালিয়ে কৃষ্ণমাটি সেতু সংলগ্ন এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার হয়েছে। তবে হাড়গুলো এমপি আনারের কি না তা এখনো নিশ্চিত নয়।
শুক্রবার এই হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। পরদিন শনিবার তাকে ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন বারাসাত জেলা ও দায়রা আদালত।
শনিবার সারারাত ধরে সিয়াম হোসেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান সিআইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সিয়াম হোসেন সিআইডিকে বেশ কিছু তথ্য দিয়েছে। এর সূত্র ধরে সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে বাগজোলা খালে যান সিআইডি কর্মকর্তারা। যে স্থানে এমপি আনারের দেহাংশ ফেলা হয় সেই স্থানটি দেখিয়ে দেন সিয়াম হোসেন। তারপর সেখানে ভারতীয় নৌবাহিনীর তিন সদস্যের দল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মিলে তল্লাশি অভিযান চালায়।
তল্লাশি অভিযানে বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। হাড়গুলো উদ্ধার করে ফরেনসিক টেস্টে পাঠানোর ব্যবস্থা করছে সিআইডি। হাড়গুলো মানুষের না অন্য কিছুর তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর।
আপনার মতামত লিখুন :