সিনিয়র রিপোর্টার : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে ২০ ছাত্রকে বহিষ্কার ও অর্থদণ্ড করায় শাস্তি প্রত্যাহারের দাবিতে কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
গত শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা । শিক্ষকরা হলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান, শেরেবাংলা হলের প্রভোস্ট প্রফেসর আবদুল মালেক, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মাসুদুর রহমানসহ কয়েকজন শিক্ষক ।
এর আগে গত ২৩ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হয়। এ ঘটনায় গত ২৪ নভেম্বর বিকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুল হককে আহবায়ক এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খানকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে ২৮ নভেম্বর ২০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড করে প্রশাসন। এর প্রতিবাদে ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন শিক্ষককে এম কেরামত আলী হলে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :