দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে শাস্তির আওতায় এনেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ২ জনকে ৩ সেমিস্টার ও ২ জনকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ৯ জনকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কারের সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কারের সাথে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সাথে আরও ৪ শিক্ষার্থীকে শুধুমাত্র অর্থদন্ড দেয়া হয়েছে। শুক্রবার এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড.মো.মামুন অর রশিদ। ৩ সেমিষ্টার বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হচ্ছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভিরুল ইসলাম সিয়াম ও প্রিতম করন। একই শিক্ষাবর্ষের ইউনুস খান ইফতি ও জুনায়েদ হুসাইন ২ সেমিষ্টার বহিষ্কার হয়েছেন। হল থেকে ১ বছরের জন্য বহিস্কার ও ৫ হাজার টাকা করে অর্থদন্ডপ্রাপ্ত ৯ শিক্ষার্থী হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের সৌরভ সরকার শাওন, জিহাদ হাসান জিম, গোলাম রাব্বি, ওমর ফারুক, খালিদ মাহমুদ রুপক, খালিদ হাসান, ইশতিয়াক আহমেদ রিয়াদ, জুনায়েদ আল হাবিব জিন্নাহ ও সাহেব আহমেদ চৌধুরী।
একই বর্ষের এএম জুবায়ের, মো. সোহেল ও সনাতন চন্দ্র রায় কে ৬ মাসের জন্য হল বহিষ্কার ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ৩ হাজার টাকা করে অর্থদন্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ক্যাচিং মং মারমা, নূর মোহাম্মদ সরকার ও মিনহাজুল ইসলাম।
১ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আরেক শিক্ষার্থী হচ্ছেন সুপেন চাকমা।পবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড.মো.মামুন অর রশিদ জানান, ছাত্র-শৃঙ্খলা বোর্ডের ৪০তম সভায় র্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও অর্থদন্ডের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :