মাদারীপুরে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৪, ৪:১২ অপরাহ্ন /
মাদারীপুরে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এস এম তানবীর,মাদারীপুর প্রতিনিধি : বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসির (উচ্চ মাধ্যমিক) অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন মাদারীপুরের পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় মাদারীপুর সরকারি কলেজ এর সামনে এক দফা এক দাবিতে মানববন্ধনে অংশ নেন ৭০-৮০ জন শিক্ষার্থী।

তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণ করার মানসিকতা নেই। এ জন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল প্রকাশের দাবি জানাচ্ছি। এ সময় এইচএসসি ২০২৪ ব্যাচকে অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো– তাদের ওপর জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষার্থীরা এখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে; নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে গেলে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। এতে সময়ও অপচয় হবে; বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কেননা, কোনও বোর্ড পরীক্ষা পাঁচ-ছয় মাস ধরে চলতে পারে না; অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।