নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ ১১ জুন, মঙ্গলবার বাদ আসর কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা এবং মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এর আয়োজন করেছে।
১/১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির ‘সুধাসদন’ থেকে মাননীয় নেত্রীকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও গণতন্ত্র প্রত্যাশী জনগণের ক্রমাগত আন্দোলনের মুখে ২০০৮ সালের এ দিনে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দীর্ঘ প্রায় এগারো মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান দেশরত্ন শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপরোক্ত কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশনা প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন :