নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশের ঐতিহ্যবাহী মহাতীর্থ ধাম আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের বিশেষ দায়িত্ব পালন, সর্বাঙ্গীনভাবে সকলের অংশগ্রহণ এবং সেবা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানঃ
🔸 অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা সেবা;
🔸 বিশুদ্ধ পানীয় জল সেবার ব্যবস্থা;
🔸খাবার স্যালাইন ও পানীয় শরবত বিতরন সেবা;
🔸 অসুস্থতার লক্ষণ অনুযায়ী ঔষধ বিতরণ সেবা;
🔸পূণ্যার্থীদের স্বার্থে বিভিন্ন তথ্য সংক্রান্ত সেবা;
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, জেলার সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, পূজা পরিষদ উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য সীমা রানী পাল শিলা,সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা উপস্থিত ছিলেন সহ সভাপতি তিলত্তমা দাস, উত্তম সাহা সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রণব পাল, রিপন রুদ্র, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, রুপগঞ্জ উপজেলার সভাপতি গনেশ পাল, প্রদীপ পোদ্দার, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, , মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, , সদস্য রাজিব ভৌমিক, মানিক রাম কানু, লিটন সরকার, বিশ্বজিত ঘোষ,অমর সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন,১৩ ও ১৪নং ওয়ার্ডের সদস্যবৃন্দ অভিরাম সূত্রধর, বিধু হালদার, সুখ রঞ্জন আইস, ১৮নং ওয়ার্ডের লক্ষন দাস, স্বপন রবি দাস, প্রসনজিত, কার্তিক, মনিরাম দাস, বিজয় দাস কাব্য, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর,বারদী ইউনিয়ন এর সভপতি উজ্জ্বল বনিক, সাঃসম্পাদক রিপন শীল, নোয়াগাও ইউপি এর সভাপতি জগদীশ বর্মন, সাঃ সম্পাদক পিন্টু কর্মকার, বৈদ্যের বাজার এর সভাপতি বিশ্বজিত ঘোষ, নির্মল দাস,বাবুল বর্মন,পূজা উদযাপন পরিষদসহ উপজেলা, ইউনিয়ন কমিটির ও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :