আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ এবং মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া হিমছড়ির মুখ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতাযজ্ঞ ও চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।
আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি দিনে সকাল থেকে চতুপ্রহরব্যাপী শ্রীশ্রী অখন্ড মহানামযজ্ঞের শুভারম্ভ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরু বন্দনা, শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাত্যাহিক বাল্যভোগ, শ্রী শ্রী লোকনাথ বাবার মঙ্গল শোভাযাত্রা, শ্রী শ্রী বাবার পূজা, প্রাত্যাহিক রাজভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ, চতুষ্প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড মহানামযজ্ঞের পূর্ণাহুতি, শ্রী শ্রী বাবার সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে গীতাযজ্ঞ এবং চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ অনুষ্ঠানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর নেতৃত্বে, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ২১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাস্টার শ্রী দিলীপ কুমার দে, সভাপতি শ্রী জহরলাল দেব দাশ, সাধারণ সম্পাদক শ্রী নিখিল দেব, অর্থ সম্পাদক শ্রী সুভাষ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।’
আপনার মতামত লিখুন :