চট্টগ্রামে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ৪:২২ অপরাহ্ন /
চট্টগ্রামে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস রিলিজ
বার্তা প্রেরক: চট্টগ্রামে সোনালী ব্যাংক পিএলসির বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথের আওতাধীন প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজার অংশগ্রহণ করেন।

১৫ মার্চ, শনিবার শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে জিএম অফিস চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, শামিম উদ্দিন আহমেদ, মো. আবু সাঈদ, জিএম অফিস চট্টগ্রাম নর্থের জিএম মো. মুছা খাঁন ও চট্টগ্রাম সাউথের জিএম মো. জসীম উদ্দিন খান।

Sonali Bank holds Business Conference in Chattogram

Sonali Bank PLC, General Manager’s (GM) Office, Chattogram North and Chattogram South jointly arranged a Divisional Business Conference at World Trade Centre conference hall in city on Satureday.

The Chairman of Board of Director, Mohammad Muslim Chowdhury attended the conference as chief guest. Bank’s MD & CEO Md. Shawkat Ali Khan and Director Mohammed Jahangir Alam attended as special guest.

Among others, Deputy Managing Director Subhash Chandra Das, Shamim Uddin Ahmed, Md. Abu Sayed, GM of GMO Chattogram North Md. Musa Khan and Chattogram South Md. Jasim Uddin Khan also took part in the occasion.