জামালপুর ও সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি: বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)লিজা রিছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সুবর্ণ ব্রিক্সস, ঝুমুর ব্রিকস ও তামিম ব্রিকসের বৈধ কোন কাগজপত্র না থাকায় আজ রোববার দুপুরে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল।
২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস থাপন আইনের ১৫(২) ও ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে সুবর্ণ ব্রিকসকে ১ লাখ, ঝুমুর ব্রিকসকে ২ লাখ টাকা ও তানিম ব্রিকক্সকে দুই লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।
ঝুমুর ব্রিক্স এর মালিক নজমুল তারিক বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।
পরিবেশ অধিদপ্তর জামালপুরের সরকারি পরিচালক সুকুমার সাহা বলেন, পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকায় অপরাধে তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :