বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমরানুল হকের মা ই*ন্তেকাল করেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন /
বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমরানুল হকের মা ই*ন্তেকাল করেন

এ,এস,মামুন, বরিশাল : দৈনিক সংবাদ সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি, নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (খিলগাও) এবং জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি হযরত মাওলানা ড. এমরানুল হক এর রত্নগর্ভা মা মানসুর বেগম (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল (১৭মার্চ) সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৭মার্চ) বিকাল ৫:১৫ মিনিটি নামাজে জানাজা শেষে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় এলাকাবাসী নিকটাত্মীয় শুভাকংখীসহ কয়েক শত মানুষ অংশ গ্রহণ করেন। তার মৃ*ত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সংবাদ সকাল পরিবারের সদস্যরা। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম আল-আমিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শো*কাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম নওরোজ হিরা ও সাধারণ সম্পাদক নাছির আহম্মেদ রনি সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুনসহ অন্যান্য সদস্যরা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।