চ্যাম্পিয়নস ট্রফির ১০টি সেরা ‘বেস্ট ডেলিভারির’ তালিকায় তাসকিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন /
চ্যাম্পিয়নস ট্রফির ১০টি সেরা ‘বেস্ট ডেলিভারির’ তালিকায় তাসকিন

সোমবার আইসিসি এক ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এনেছে আট জাতির টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে ১০টি সেরা ডেলিভারি বেছে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে আছে তাসকিন আহমেদের একটি ডেলিভারি।

আইসিসির অফিশিয়াল ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে আবরার আহমেদের ডেলিভারি। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুভমান গিলকে। এরপরই তাসকিন। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের উইল ইয়াংকে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো।

তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফাইনালে কুলদীপ যাদবের বোলিং চারে। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে।