নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ কবিরাজি চিকিৎসার নামে ১৬ বছরের কিশোরী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
অভিযুক্ত হামিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে এবং নেত্রকোনা পৌরশহরের সার্কিট হাউজ মোড়ে কবিরাজি চিকিৎসা সেবার দোকান রয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রে*ফতার করে পুলিশ।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) সাহেব আলী পাঠান প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসায় ভালো করে দেয়ার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধ*র্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে বিষয়টি জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এর আগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধ*র্ষণ করেছে প্রতিবন্ধী এই কিশোরীকে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমীক ও কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধ*র্ষণের ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :