সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় নাগরিক পার্টির সংগঠক প্রীতম সোহাগের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীরজাহান চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফখরুল হাসান শিবলী,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আল-মামুন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা, সজীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শেখ হাসনাত, যুগ্ম আহবায়ক মিনহাজ সোহেল, এমদাদুল হক
নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীআজিজুল হাকিম তৌকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বারহাট্টা উপজেলা প্রতিনিধি রাকিবুল হাসান সৈকত, ক্বওমী মাদ্রাসা প্রতিনিধি শাহ আলম, ARMC ময়মনসিংহ কলেজের শিক্ষার্থী- ফাইজা ইসলাম তুয়া, ছাত্র অধিকার পরিষদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম রানা, নেত্রকোনা সরকারি কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মামুন, আবু-আব্বাস কলেজ শিক্ষার্থী ইফতিয়ার রহমান পিয়েল প্রমুখ।
উল্লেখ যে, নেত্রকোনা মেডিকেল কলেজ ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। তবে এখনো কলেজটির নিজস্ব ক্যাম্পাস নির্ধারণ হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম চলছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে।
নতুন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা মেনে নিয়েই শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিষয়ভিত্তিক শিক্ষক-স্বল্পতা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের ঘাটতি, যা শিক্ষার্থীদের হতাশ করছে। নেত্রকোনার জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজ অনুমোদন পেলেও অজানা কারণে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানান তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে অন্তবর্তী সরকার দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে এর প্রতিবাদে সোমবার এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :