সরিষাবাড়ীতে বা*ল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন /
সরিষাবাড়ীতে বা*ল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকায় বাল্যবিবাহ কমিয়ে আনতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শায়লা নাজনীন, উপজেলা সাব রেজিস্টার মহসীন উদ্দিন আহমেদ প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন বলেন, বাল্যবিবাহ কমিয়ে আনতে ও সচেতনতা বৃদ্ধি করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।