বরিশালে ছাত্রলীগ কর্মিকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে সহপাঠিরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন /
বরিশালে ছাত্রলীগ কর্মিকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে সহপাঠিরা

জামাল কাড়াল বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে এক ছাত্রলীগকর্মী কে সিকিউরিটি রুমের দরজা ভেঙ্গে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। শাহারিয়ার সান আইন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী কে আটক করে সিকিউরিটি গার্ডের রুমে তালাবদ্ধ করে রাখে এবং পুলিশ ও প্রক্টরকে ফোন দেয়।

এদিকে ছাত্রলীগের একটি অংশ সহপাঠী পরিচয় দিয়ে মূল ফটকে জড়ো হয়। পরে সিকিউরিটি রুমের দরজা ভেঙে শাহারিয়ার সানকে তুলে নিয়ে যায় তারা। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে তারা জড়ো হয়ে বিজয় মিছিল করে।শিক্ষার্থীরা আরো জানান, এ সময় ৩০-৪০ জন শিক্ষার্থী জড়ো হয়ে ঐ ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিলে অংশ নেয়।

যারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো। এছাড়া এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশও উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহরিয়ার সান বিকেলে ক্যাম্পাসে আসে। শিক্ষার্থীরা তাকে আটক করে আনসারের সিকিউরিটি রুমে আটকে রাখে। এসময় ছাত্রলীগের কয়েকজন এসে রুমের দরজা ভেঙ্গে সানকে নিয়ে যায়। তারা ভোলা রোডে গিয়ে বিজয় মিছিল করে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করে দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে গেছে। আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আইন নিজের হাতে তুলে নেই নি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি উপাচার্যের সাথে কথা বলে পরবর্তীতে জানাবো। তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কখনোই তাদের প্রশ্রয় দিবো না। এটা কখনোই হবে না।