কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন /
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ঢাকা কলেজ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ছাত্রদল।

শুক্রবার (২৪ জানুয়ারি) মাগরিব নামাজবাদ সন্ধ্যায় রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় আলআবরার হাফিজয়া মাদ্রাসায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর উদ্যোগে দোয়া মাহফিল এবং মাদ্রাসার ছাত্র ও দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, মোঃ সুমন হোসেন, বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ সিকদার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ রায়হান খান প্রমুখ।