স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিক অধ্যায়টা শেষ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। তবে তিনি চলে গেলেও রেখে যাচ্ছেন তার উত্তরসূরি। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তারই ভাতিজা মোহাম্মদ হুরাইরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে জায়গা হয়েছে এই ২২ বছর বয়সী ব্যাটারের।
পাকিস্তানের কিংবদন্তি শোয়েব মালিকের ভাতিজা (সৎভাইয়ের ছেলে) হিসেবে ক্রিকেটে আসলেও হুরাইরা সকল যোগ্যতার প্রমাণ দিয়েই জাতীয় দলে এসেছেন।
এরপর ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ মিলছিল না ওপেনার সাইম আইয়ুবের কারণে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে সাইম চোটে পড়ায় সেই সুযোগ আছে তার সামনে। সেই সুযোগটা কাজে লাগিয়ে এখন জাতীয় দলে থিতু হওয়ার সুযোগ তার সামনে।
প্রথম শ্রেণির ক্রিকেটে হুরাইরা এখন পর্যন্ত খেলেছেন ৪৪টি ম্যাচ। যেখানে ৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে তার গড় প্রায় ৫০ ছুঁইছুঁই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসেই ফিফটি করে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি।
মুলতানে আজ সকাল সাড়ে ১০ টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার কথা থালেও সেটি এখনও সম্ভব হয়নি। বাজে আবহাওয়ার কারণে এখনও টস হয়নি এই ম্যাচে।
আপনার মতামত লিখুন :