স্পোর্টস ডেস্ক : লেজেগোবরেই বটে! বিপিএলে আজ বাদে সাতটি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। ছয়টিতেই হেরেছে। এক জয়ে সবে ধন নীলমণি ২ পয়েন্ট। টিকে থাকার আশা ফিকে হওয়া চিত্র নায়ক শাকিব খানের দলটি আজও ভুগেছে। ফরচুন বরিশালের বিপক্ষে তারা থেমেছে দেড়শ রানের আগেই।
চট্টগ্রামে বিপিএল মাতার দিনে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে ঢাকা। আগের ম্যাচ জয় পাওয়া থিসারা পেরেরারা আজ ছিলেন ব্যর্থ। সেঞ্চুরিয়ান লিটন দাস ফিরেছেন শুরুতেই। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাওয়া তানজিদ হাসানই পেয়েছেন ম্যাচের একমাত্র ফিফটি।
ঢাকার ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ানোর দিনে দুর্দান্ত ছিলেন ফাহিম আশরাফ। ৪ ওভারে ২৩ রান খরচায় পাকিস্তানের বোলার নেন দুটি উইকেট। টাইগার স্পিনার তানভির ইসলাম ৩৯ রান খরচায় পুরেছেন তিন উইকেট। গতির সঙ্গে সুইংয়ের খেলা দেখানো জাহানদাদ খান পেয়েছিলেন একটি উইকেট। তাতেই দেড়শ রানের আগেই গুটিয়ে যায় ঢাকা।
ফরচুনদের বিপক্ষে লড়াই যা চালানো তা তানজিদই চালিয়েছেন। ওপেনিংয়ে নেমে তিনি ৪৪ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। বাকিদের মাঝে সর্বোচ্চ ২২ রান করেছেন ফারমানউল্লাহ। ১৭ বল খেলে ১৩ রান করেন লিটন। অধিনায়ক থিসারাকে শূন্য রানে ফেরান তানভির।
আপনার মতামত লিখুন :