ঘুসের দিকে হাত বাড়ালে অবশ করে দেওয়া হবে : ডা. শফিকুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন /
ঘুসের দিকে হাত বাড়ালে অবশ করে দেওয়া হবে  : ডা. শফিকুর  রহমান

মাগুরা প্রতিনিধি  :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ দেশে মানুষ বিচার পায় না। ঘুসের রমরমা বাণিজ্য হয়। কিন্তু আমরা এমন বিচারব্যবস্থা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রের কোনো বিচারক, কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুসের টাকায় হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে না। কেউ ঘুসের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে।

মাগুরায় বৃহস্পতিবার জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি বলেন, অতিতে গ্রামে একজন ম্যাট্রিকুলেশন কিংবা এন্ট্রান্স পাশ করলে তার বাড়িতে দৌড়ে যেত তাকে দেখতে, দোয়া দিতে। এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেন। যার কলমের জোর বেশি, তিনি জনগণের সম্পদ ততবেশি চুরি করেন। তাদের মধ্যে যারা সৎ-দক্ষ, তাদের এ সমাজ কোণঠাসা করে রাখে।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছিল। মানুষের মুখে অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ভালো লাগলেও মানুষ হাসতে পারত না। মন্দ কাজের সমালোচনা করা হলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জনগণ সভ্য থাকলেও শাসকরা সভ্য ছিলেন না। দেশ যারা দফায় দফায় শাসন করেছেন, তাদের সবাইকে জনগণের দেখার সুযোগ হয়েছে। এমনকি একসময় আমাদের দুজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন। তাদেরও দেখার সুযোগ হয়েছে। তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুজন পর্যায়ক্রমে তিনটি মন্ত্রণালয়ের সেবা দিয়েছেন। তাদের নিকৃষ্ট দুশমনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি ছিল।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আবদুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন।

ডা. শফিকুর রহমান পরে বিকালে শহরের আল আমিন কমপ্লেক্সে জামায়াতে ইসলামীর নারী সদস্য এবং অমুসলিম সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

‘সবাই মিলে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই’ : দেশের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। মাগুরায় জনসভায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এ কথা বলেন তিনি।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তৃতা করেন। এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।