স্পোর্টস ডেস্ক : সময়ের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রাজ করছেন এই তারকা। এরইমধ্যে ভেঙেছেন ও গড়েছেন বহু রেকর্ড। সেই তিনি এবার ছাড়িয়ে যাওয়ার পথে স্বদেশী বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।
আগামীকাল মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবেন বাবর। এরপর সব ঠিক থাকলে ২৫ জানুয়ারি মুলতানে দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তিনি। আর এই সিরিজ দিয়েই তার সামনে সুযোগ সাবেক কিংবদন্তি ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বকালের রান সংগ্রাহকদের তালিকায় ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন বাবর। বর্তমানে ১৯৭৭ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ইমরান খান।
সেই তাকেই এবার ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাবরের রান ১৬৭৬। অর্থাৎ ইমরান থেকে ৩০২ রান দূরে বাবর। সব ঠিক থাকলে হয়তো দুই টেস্টের চার ইনিংসে সেটি করেও ফেলতে পারেন বাবর।
বাবর অবশ্য ইতোমধ্যেই ইমরান খানের উল্লেখযোগ্য একটি রেকর্ড ভেঙে ফেলেছেন। ২০২২ সালে, পাকিস্তানের অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রান করেন বাবর। যার মাধ্যমে ১৯৯০ সালে অজিদের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক হিসেবে করা খানের ৮২ রানের ইনিংসটি ছাড়িয়ে যায়।
আপনার মতামত লিখুন :