সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন /
সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক  :  সুদানের সেনাপ্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, আল-বুরহানের নেতৃত্বে সুদানিজ আর্মড ফোর্স (এসএএফ) বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ আক্রমণ করেছে। এরমধ্যে স্কুল, বাজার এবং হাসপাতালসহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলাও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধের কৌশল হিসেবে খাদ্য সংকটকে ব্যবহার করে মানবিক সহায়তার নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানানোর জন্য এসএএফ দায়ী।

এর আগে গত সপ্তাহে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধাসামরিক বাহিনী আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া দাগালোর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সংঘাতের সময় গণহত্যা করার জন্যও অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার এই দেশটি। মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে।

দীর্ঘ ২১ মাসের এই গৃহযুদ্ধে দুই পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া রক্তক্ষয়ী এই সংঘাত দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। খবর আলজাজিরার।