ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি মাটি কাটার অভিযোগে খননকারী একজন আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন /
ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি মাটি কাটার অভিযোগে খননকারী একজন আটক

সাফায়েত খান. ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি খননকারী (ভেকু) জব্দ করা হয়েছে এবং রমজান আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ (অনিক) এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিস্তারিত :
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ বলেন, “তিন ফসলের জন্য ব্যবহৃত আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এই ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

কৃষকদের প্রতিক্রিয়া :

অবৈধ খনন স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য আবাদি জমির উপর নির্ভরশীল। প্রশাসনের দ্রুত পদক্ষেপে সম্প্রদায় সন্তুষ্ট হয়েছে, কারণ তারা কৃষি জমি রক্ষার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এই অভিযান ভূমি ব্যবহারের বিষয়ে সরকারি নিয়ম লঙ্ঘনকারীদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করে, কর্মকর্তারা আশ্বাস দেন যে কৃষিজমি রক্ষার জন্য এই ধরনের অভিযান আরও ঘন ঘন পরিচালিত হবে।