মো.মাহবুব আলী, কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল পাসপোর্ট অফিস থেকে বাসায় ফেরার পথে জর্জ কোটের অফিস সহকারী আব্দুল মান্নান বিকালে ঝিলমিল থেকে রিকশা যোগে নিজ বাসা চুনকুটিয়া এলাকায় যাচ্ছিলেন এসময় রমজান সহ ৫ জন অপহরণকারি আব্দুল মান্নানকে অপহরণ করে দুই দফায় বিকাশের মধ্যমে ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান চাঞ্চল্যকর মুক্তিপণ আদায়ের ঘটনার স্বীকার হন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের অফিস সহায়ক আব্দুল মান্নান মিয়া।
তাকে জোরপূর্বক আটক করে ৩৫, হাজার টাক মুক্তিপন আদায় করা হলে র্যাব-১০ রবিবার রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রমজান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা করে থানায় হস্তান্তর করেছে।
ভিকটিম আব্দুল মান্নান মিয়া জানান গত ১২ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে পাসপোর্ট অফিস এলাকায় গেলে রমজান ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রাত ৭টার দিকে আটককারীরা ভিকটিমের বাসায় ফোন করে মান্নানকে হত্যা করার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ২৫,০০০ টাকা পাঠাতে বাধ্য করে। পরে আরও ১০,০০০ টাকা দাবি করলে, ভিকটিমের স্ত্রী তার মোবাইলের বিকশের মাধ্যমে টাকা পাঠান।
পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও ভিকটিমকে মুক্তি না দিয়ে আরও ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে চক্রটি। এরপর ভিকটিমের ছেলে মো. সাদ ইবনে সাদিক র্যাব-১০ এর কাছে লিখিত অভিযোগ দিলে উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ দ্রæত অভিযান শুরু করে।
তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার রাত ১০টা ৫০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করার পর ভিকটিমকে উদ্ধার করা হয়। সোমবার সকালে রমজানকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১০ জানান চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এব্যাপারে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :