সড়কের নির্মাণ কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, জনদুর্ভোগ চরমে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন /
সড়কের নির্মাণ কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

জিয়াউল হক বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চর গোমা সড়ক ও নলুয়া ইউনিয়নের নবানখালি বাজার হয়ে পুরাতন মল্লিক হাট সড়ক দুটি ২০১৮/২০১৯ অর্থবছরে বরিশাল নির্বাহী প্রকৌশলী কার্যালয় এলজিইডি থেকে টেন্ডার হলে বিজেপি প্রকল্পে ১ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার টাকা কার্যাদেশ পায় মেসার্স লায়লা বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২০ সালে গোমা কৃষ্ণকাঠি গ্রামের ৯ নং ওয়ার্ডের কেজিএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে গাজির হাট চর গোমা খেয়া ঘাট পর্যন্ত সড়কে প্রায় ২ কিলোমিটার বালু ভরাট করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ৪ বছর পার হলেও ওই সড়কের নির্মাণ কাজ তো দূরের কথা কোন খোঁজ খবর রাখেনি ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দুধল ইউনিয়নের কয়েকটি গ্রামসহ চরাদি ইউনিয়নের হলতা হয়ে জেলা শহরের সঙ্গে সংযোগ হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কেজিএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুধল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর গোমা সরকারি প্রথমিক বিদ্যালয়, হাশেম গাজীর শেষ আশা মাদ্রাসা ও এতিমখানাসহ প্রায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালুর উপর দিয়ে আসা-যাওয়া করে চরম দুর্ভোগে পড়েছে। প্রায় তিন বছর যাবত ওই সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, দুধল ইউনিয়নের গাজির হাট, চর গোমা খেয়া ঘাট পর্যন্ত সড়কে প্রায় ২ কিলোমিটারের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় রেমালে বড় বড় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে। এসব ভাঙ্গন ও গর্তের উপর স্থানীয় লোকজন চলাচলের জন্য সুপরি গাছ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ওই সড়ক দিয়ে পারাপার করছে। এই সড়কে পাঁচ বছর ধরে কোন যানবাহন চলছে না। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, বিজেপি প্রকল্পের আওতায় মেসার্স লায়লা বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কাজটি পেলেও সঠিক সময় কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন নতুন একটি প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণের চেষ্টা চলছে।