নিজস্ব প্রতিনিধি : ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে নেট কোম্পানীর নিকট ভূয়া সমন্বয়ক পরিচয়ে সিফা ও জাকিয়ার দেড়লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনঃ- নৈপথ্যে ছাত্রীনেত্রী ও কলেজ শিক্ষকের সম্পৃক্ততার অভিযোগ।
“ATI DOT NET” দীর্ঘদিন যাবৎ ইডেন মহিলা কলেজে ইন্টারনেট সেবা প্রদান করে আসতেছে। অতি দুঃখজনক হলেও সত্য গত ৪/১২/২০২৪ ইং তারিখে বঙ্গমাতা হলের ৯২৮ নং রুমের সিফা ও ৯০৪ নং রুমের জাকিয়া নামে দুই মেয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ফোনে এবং স্বশরীলে (যাদের মোবাইল নাম্বার- ০১৮৭৩০৭৯১৯৪ ও ০১৮৭৩৮৮৭০৮৪ এবং হোয়াটঅ্যাপ নামার ০১৬২১০২৭৩৯৭) কোম্পানীর নিকট বলে, বঙ্গমাতা হলে ইন্টারনেট সংযোগ চালু রাখতে হলে আমাদেরকে ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দিতে হবে।
চাঁদার টাকা না দিলে “ATI DOT NET” ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং অন্য ইন্টারনেট কোম্পানীর সাথে আমাদের কথা হয়েছে, অন্য কোম্পানী এর চেয়ে বেশী টাকা দিবে। পরবর্তীতে “দৌড়/ব্রাইট নেট” নামক একটি ইন্টারনেট কোম্পানী উক্ত হলে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছে।
এই চাঁদাবাজীর ঘটনায় অভিযুক্ত শিফা ও জাকিয়ার পরোক্ষ মদদ দাতা হিসেবে ইডেন মহিলা কলেজের বিতর্কিত ছাত্রী নেত্রী রেহেনা আত্তার শিরিন এবং বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সুবিধাভোগী মার্কেটিং বিভাগের শিক্ষক জনাব সাহতাব উদ্দিনের সম্পৃত্ততার সত্যতা পাওয়া গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে বঙ্গমাতা হলের বৈষম্যবিরোধী ও সাধারণ ছাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও তিক্ততার সৃষ্টি হয়। তারা ১০/০১/২৫ ইং তারিখ রাত ১২ টার পরে ধাওয়া দিয়ে সিফা এবং জাকিয়াকে হল থেকে বিতারিত করে এবং বিতর্কিত ছাত্রী নেত্রী রেহেনা আক্তার শিরিন এবং ফ্যাসিষ্টের দোষর শিক্ষক সাহাতাব উদ্দিনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে।
উদ্ভূত পরিস্থিতি ধামাচাপা দেওয়া এবং আন্দোলনরত ছাত্রীদের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইডেন কলেজের অধ্যক্ষ ফ্যাসিষ্ট সরকারের সুবিধাভোগী শিক্ষক পরিষদের বর্তমান সম্পাদক মাহফিল আরা বেগম এবং শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক অধ্যাপক সুফিয়া আত্তারের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনকরা হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আশংকা প্রকাশ করেছেন।
ঘটনাটির সুষ্ট তদন্ত এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে তারা ইডেন কলেজ বহির্ভূত উর্ধতন কর্তৃপক্ষের নেতৃত্বে তদন্ত কমিটি চায়।
আপনার মতামত লিখুন :