নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৪জানুয়ারি) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।
ভান্ডারা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভান্ডারা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক স্বপন প্রামানিক।
কালীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে রাণীনগর থানা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম।
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক কে, এম জাকির হোসেন, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আ্যাড: আব্দুল খালেক, সম্পাদক ছোলাইমান আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, যুগ্ন আহ্বায়ক নওশাদ হোসেন, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি ও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মতিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :