জলাবদ্ধতায় ৫০০ একর জমি অনাবাদি, বিপাকে কৃষক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন /
জলাবদ্ধতায় ৫০০ একর জমি অনাবাদি, বিপাকে কৃষক

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে রবিপুর গ্রামে খাল ভরাট হয়ে বিস্তীর্ণ ফসলের মাঠে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এসব জমিতে কোনো চাষাবাদ করতে পারছেন না কৃষক। কয়েক বছর আগেও মাঠের পর মাঠ রবিশস্যসহ আমন ধানের আবাদ হতো রবিপুর গ্রামে।

কিন্তু খাল খনন না করায় ও স্থানীয় মাধব দেবনাথ সড়কের পাশের খাল ভরাট করে বাড়ির রাস্তা নির্মাণ করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কয়েক বছর ধরে এই জমিতে ফসল ফলাতে পারছেন না কৃষক। ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষক দুশ্চিন্তায়। সরকারের তরফ থেকে জলাবদ্ধতা নিরসন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আর্থিক সংকট ও খাদ্যাভাব দেখা দেবে স্থানীয় কৃষকদের মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের একমাত্র খাল খননের অভাবে ভরাট হয়ে যাওয়ায় ও স্থানীয় বাসু দেব নামের এক ব্যক্তির কাছ থেকে পার্শ্ববর্তী কবাই ইউনিয়নের মাধব দেবনাথ গত পাঁচ বছর আগে রবিপুর গ্রামে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন।

বাকেরগঞ্জ ডিসি রোড সড়ক সংলগ্ন খাল ভরাট করে বাসু দেবনাথ তার ওই বাড়ির সড়ক নির্মাণ করেন। এতে প্রায় ৫০০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনাবাদি অবস্থায় পড়ে আছে এসব জমি। কোনো কোনো জমিতে হাঁটু সমান পানি জমে আছে। কোন কোন স্থানে আগাছা জন্মে মাঠ ভরে রয়েছে।

রবিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাফ হাওলাদার বলেন, এই মাঠে আমার প্রায় ৮০ শতাংশ জমি রয়েছে। গত ৩/৪ বছর ধরে নিচু প্রকৃতির জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ফসল ফলাতে পারছেন না তারা।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, জলাবদ্ধ জমিগুলো পরিদর্শন করা হয়েছে। এ নিয়ে একাধিকবার মিটিং করা হয়েছে। স্থানীয়দের কিছু জমি নিয়ে বিরোধ রয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে খুব শীঘ্রই জলাবদ্ধতা নিরাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।