মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ টি দোকান মালিকদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নাজিরপুর উপজেলা প্রশাসন।
গত সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার গাঁওখালি বাজারে ক্ষতিগ্রস্ত ১২টি দোকান মালিকদের কে নাজিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পক্ষ থেকে এবং শ্রীরামকাঠিতে ক্ষতিগ্রস্ত ০৫টি দোকান মালিককে শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। এ সময় প্রতিটি দোকান মালিককে ৭ হাজার ৫শত টাকার চেক এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরাম কাঠি ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বেপারী।
শ্রীরামকাঠি বন্দর কল্যাণ সমিতির সভাপতি নাসির আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল, সহ-সভাপতি মো: ফারুক হাসান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, শহিদুল ইসলাম জুয়েল,খোকন মোল্লা প্রমুখ।
আপনার মতামত লিখুন :