ভোলা জেলার ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন /
ভোলা জেলার ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা

মনির খান , তজুমদ্দিন প্রতিনিধি : ৯ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় ভোলা জেলা শাখায় নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ভোলা প্রেসক্লাবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শাখার সদস্য সচিব মোঃ আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোঃ এমরান।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক আরিয়ান আরমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাইন তানভীর সহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার সকল উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আতিকুর রহমান বলেন,লেজুড়বৃত্তিহীন রাজনীতি করতে ছাত্র অধিকার পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ।আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবো না।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি গাজী মোঃ এমরান বলেন,আমরা সবসময় ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে যাবো। তৃণমূল পর্যায়ের কোনো ছাত্রও যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং অন্যায় অনিয়মের শিকড় উপড়ে ফেলবো।

সাংগঠনিক সম্পাদক মোঃ হাছনাইন তানভীর বলেন,আমরা তরুণরা সুন্দর এবং সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনে নিঃস্বার্থভাবে কাজ করে যাবো।

বর্তমানে তরুণ প্রজন্ম মাদকে আসক্ত। তাদেরকে এই ভয়ংকর নেশা থেকে বের করে সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে উৎসাহি করতে হবে।তবেই সম্ভব,দলমত নির্বিশেষে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর।