বাউফল প্রতিনিধি : বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবা নন্দ রায় ওরফে শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে কালাইয়া লঞ্চ ঘাটের অদূরে চর কচুয়া থেকে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে বাউফল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলে সোমবার যে কোন সময় শিবু বণিককে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ব্রিফ করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের অস্ত্রধারী মুখোশপরা দুর্বত্তরা ব্যবসায়ী শিবা নন্দ রায় শিবু বণিককে তার মার্চেন্টপট্টি দোকান থেকে অস্ত্রেরমুখে অপহরণ করে। এসময় দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা লুট করে।
আপনার মতামত লিখুন :