নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ এবং অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের পৌরসভার সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এবং নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ.ফ.ম রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক এ.কে.এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, জনউদ্যোগের সম্পাদক আলপনা বেগম, জেলা কাজী সমিতির সভাপতি শফিউল আলম চৌধুরী জুয়েল, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।
বক্তারা জানান, নেত্রকোণা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এছাড়াও অভিযোগ উঠেছে সরকারের নীতিনির্ধারক এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
বক্তারা আরও জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকটের অজুহাতে কলেজটি বাতিল করার প্রক্রিয়া চলছে।
বক্তারা, নেত্রকোণা মেডিকেল কলেজের জন্য প্রধান সড়কের পাশে দ্রুত জায়গা নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :