মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি মো: গাউস মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম পাশা।
সদস্য মির্জা জহুরুল হক, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ২ নং পাড়েরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খানসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজকর্মী ও সুধীজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
আপনার মতামত লিখুন :