মো নুরহোসেন মিয়া : প্রধান উপদেষ্টা বাহার, এবং আরো ২০ জন উপদেষ্টা রেখে ৪০ জন সদস্য রেখে কমিটি গঠন করা হয়।
সভাপতি – আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক – জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-নাঈমুল হুদা, প্রচার সম্পাদক – সালাউদ্দিন, পরিবেশক সম্পাদক- জাহিদ, ক্রীড়া সম্পাদক- আরশাফুল ইসলাম সাঈদ, রবিন, দপ্তর সম্পাদক- আব্দুল কাইয়ুম।
ইসমালী সমাজ কল্যাণ যুব সংস্থা প্রতিষ্ঠাতা, মাওলানা মুফতি আতাউল্লাহ, মোহতামিম সাজেদিয়া মাদরাসা। মো নুরহোসেন মিয়া, দৈনিক আজকালের কন্ঠ প্রতিনিধি।
মুফতি আতাউল্লাহ ও নুরহোসেন মিয়া জানান আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দশ্য আমাদের সমাজে জত অন্যায় কাজ হবে আমরা প্রতিবাদ করেই যাবো,
ইসমালী সমাজ কল্যাণ যুব সংস্থা লক্ষ্য ও উদ্দশ্য,
১. মাদককে না বলুন,মাদক মুক্ত সমাজ গঠতে কর্মসূচি পরিচালনা।
২.যুব সমাজকে নিয়ে সুন্দর শৃঙ্খলা একটা সমাজ গঠনে কাজ করা উদ্দ্যোগ নেওয়া।
৩. সমাজে সর্বস্তরে বৈষম্য দূরীকরণ।
৪. অসহায় এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে সহায়তা কার্যক্রম।
৫ কুসংস্কার ও যৌতুক প্রথা বন্ধে সামাজিক সহায়তা কার্যক্রম।
আপনার মতামত লিখুন :