চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাউজান উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ রাসেল সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বিজয় মেলার আয়োজনকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে ৭/৮ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদযাপনের আয়োজন চলছে। গতকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি।
আপনার মতামত লিখুন :