নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন /
নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীতে বিএনপি স্থায়ী কমিটির ও সাবেক সংসদ সদস্য নোয়াখালী-৪ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের উদ্যোগে দুস্থ, গরিব ও অসহায় ব্যাক্তি কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরে ৫ শতাধিক শীতার্ত ব্যাক্তিরা কম্বল পেয়েছেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য শাহজাহান কম্বল বিতরণ অনুষ্ঠানে বলেন,দলের মধ্যে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবেনা, দলের নামভেঙে চাঁদাবাজী লুটপাট, হুমকি কোন কিছুতে জড়িত থাকলে যত বড় নেতা হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শাহজাহান আরোও বলেন,আগামীতে নোয়াখালীর মানুষের পাশে থেকে সহযোগিতার অতীতের মতন হাত বাড়িয়ে দেওয়া হবে। এসময় সামর্থদের প্রতি অনুরোধ জানান এমন কোন বিতর্কিত

কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এবং তারেক রহমানকে বিতর্কিত করে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপি নেতা কর্মীরা এবং গণমাধ্যম প্রমুখ।