কলাপাড়ায় শ্বাসকষ্ট রোগে হাসপাতালে আক্রান্ত নয় শিক্ষার্থী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন /
কলাপাড়ায় শ্বাসকষ্ট রোগে হাসপাতালে আক্রান্ত নয় শিক্ষার্থী

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নয় জন শিক্ষার্থী। গতকাল (২৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে।

বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ওই শিক্ষার্থীরা কোচিং সেন্টারে পড়ালেখা করতে যায়। পরে রাত নয়টার দিকে শারমিন (১৪) নামের এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়।

এ সময় তার পাশাপাশি সমৃদ্ধা (১৩, ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪) শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার, ডা. বিকাশ রায়, বলেন, কি কারনে আসলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, তবে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, কি কারনে এতগুলো শিক্ষার্থীর এভাবে এ ঘটনা হলো তা এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি, অনেক সময় কোন কিছু দেখে ভয় পেলে এরকমের শ্বাসকষ্ট হতে পারে।