চোর সন্দেহে পিটিয়ে হ’ত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন /
চোর সন্দেহে পিটিয়ে হ’ত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক ভলান্টিয়ার রবিউল ইসলাম বলেন, চোর সন্দেহে পিটিয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখে যাওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।