আজকালের কন্ঠ ডেস্ক : আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ইমরানসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলি এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. ইমরান ওরফে মাইকেল (৪৪), মো. অনিক হাসান ওরফে রানা (৩২), মো. সুমন মিয়া (৪২), মো. আবুল খায়ের (৪২)। মঙ্গলবার (৪ জুন) র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৩৮০ টাকা ও ১টি প্লাস্টিকের পাইপ এবং ৩টি লাঠি উদ্ধার করা হয়।
মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গত ৩ জুন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মো. ইমরান ওরফে মাইকেলসহ ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব এই কর্মকর্তা বলেন, জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :