টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন /
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নোয়াখালী পাড়া অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জড়িত দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন, মায়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।

তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পর শাহপরীরদ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে তল্লাশির সময় সিএনজির পেছনের দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

তিনি আরও বলেন, আটককৃত আসামিরা মিয়ানমারের নাগরিক। তাদের কাছ থেকে জব্দকৃত ‘ক্রিস্টাল মেথ’ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।