মদন উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন /
মদন উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবক আটক

নেত্রকোনা জেলা প্রতিনিধি : বুধবার (২৯ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক।দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির।

আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর দেওসহিলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রুকন মিয়া (৪০) একই এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান (১৬)

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রে এসে রোকন একবার ভোট দিয়ে গেছে পরে আবার জাল ভোট দিতে আসে একই কাজ করেন মেহেদীও তবে সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সহকারী প্রিজাইডিং মান্নু রায়হান রোমান তাদেরকে জাল ভোট সনাক্ত করে পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিস হুমায়ুন কবির দুজন যুবককে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ দিয়ে তাদেরকে আটক করান।

এ সময় দুজন যুবককে জাল ভোট দেয়ার বিষয়ে প্রশ্ন করলে, তারা অস্বীকার করে কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করেন পুলিশ তাদের আটক করেন। ওই দুই যুবক এরই মধ্যে ভোট দিয়ে ফের আর একজনের ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করে এ কথা স্বীকারও করেন রোকন মিয়া।

আটকের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।এ বিষয়ে মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং অফিসার মোঃ হামিদ ইকবাল বলেন, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছেন তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।