আজকালের কন্ঠ ডেস্ক : হিমাগারে মজুত লাখ লাখ ডিম; সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম। অভিযোগ ক্রেতাদের। মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডিমে দাম। ডিমের পর্যাপ্ত মজুত থাকার পরও কয়েকদিনে হালিতে দাম বেড়েছে ১২ থেকে১৫ টাকা পর্যন্ত।
হঠাৎ করে ডিমের বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদে দাবি আমদানি কম হওয়ার কারণে বেড়েছে ডিমের দাম। আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের। বিভিন্ন হিমাগারে অভিযান চালিয়ে ডিম উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরে একটি কোল্ড স্টোরেজ বা হিমাগারে সাড়ে ছয় লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে আগামী দুইদিনের মধ্যে মজুদ ডিম বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকায় এ অভিযান চালানো হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুর কোল্ডস্টোরেজ যেন ডিমের খনি। সেখানে মজুত রয়েছে অতি মুনাফালোভী মজুতদারদের ২৮ লাখ ডিম।
এছাড়া গত বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার এম. ই. এস. স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থেকে ১৪ লাখ পিসেরও বেশি ডিমের মজুদ উদ্ধার করা হয়।
দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা তাপপ্রবাহের অজুহাত দিচ্ছেন। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডিমের অবৈধ মজুদের সন্ধান মিলছে। বেরিয়ে আসছে লাখ লাখ ডিমের তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ মজুদের কারণে ডিমের দাম বেড়েছে।
আপনার মতামত লিখুন :