মাছ-সবজি ডিমের সঙ্গে মুরগিরও চড়া দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৪, ১২:১০ অপরাহ্ন /
মাছ-সবজি ডিমের সঙ্গে মুরগিরও চড়া দাম

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বাজারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে সোনালি মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে প্রায় ১শ’ টাকা। অন্যদিকে সাধারণের নাগালের বাইরেই রয়েছে সবজির দাম। বাড়তির দিকেই রয়েছে মাছ, ডিম, পেঁয়াজসহ আলু মসুর ডাল ও অন্যান্য মসলা পণ্যের দাম।

শুক্রবার রাজধানীর বাজারে রেকর্ড ৪২০ টাকা দামে বিক্রি হয়েছে সোনালি মুরগির কেজি। এর প্রভাবে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ২৩০ টাকা দরে। এছাড়াও ডিমের ডজনে ২০-২৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৪০-১৪৫ টাকা দরে। বিক্রেতারা জানিয়েছেন চাহিদার তুলনায় সোনালির সরবরাহ অর্ধেকে নামায় হঠাৎ এই মূল্যবৃদ্ধি হয়েছে। তবে ব্রয়লারের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এদিকে এমন অস্বাভাবিক দামের কারণে অনেক ক্রেতাই মুরগি না কিনেই ফিরে গেছেন। তবে এর বিকল্প মাছের বাজারেও দেখা গেছে উত্তাপ। কল্যাণপুর বাজারে এদিন মুরগি কিনতে আসা এক ক্রেতা বলেন, আমাদের দেশি মুরগি কেনার সামর্থ্য নেই তাই সব সময় সোনালি মুরগি কিনে থাকি, কিন্তু আজকে (শুক্রবার) যে দামে সোনালি বিক্রি হচ্ছে তা আমাদের মতো ক্রেতার পক্ষে কেনা অসম্ভব’।

বিক্রেতারা জানান গত একমাস ধরেই মুরগির বাজারে অস্থিরতা চলছে। প্রচণ্ড গরমে কয়েক লাখ মুরগি মরে গেছে, বেড়েছে রোগ আক্রান্তের হারও। তাই মাংশ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমেছে। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনে সোনালির চাহিদা প্রায় ৩ গুণ বেড়ে যায়। এদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি হোটেল রেস্তরাঁয় এই মুরগির চাহিদা সবচেয়ে বেশি থাকে।

এদিকে গত সপ্তাহ থেকেই বাড়তির দিকে ডিমের বাজার। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গরমে ডিম সংরক্ষণ করতে না পারায় বাজারে অস্থিরতা চলছে বলে দাবি করেন পাইকারি বিক্রেতারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে বাজারে সিন্ডিকেটের কারণেই এই মূল্যবৃদ্ধি হয়েছে। মাত্র ৭ দিনের ব্যবধানে ডজনে দাম বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর পাইকারি বাজারে প্রতিডজন বাদামি ডিম বিক্রি হয়েছে ১৩৫ টাকার উপরে।

ভোক্তা অধিকারের তথ্যানুযায়ী গত ৩ দিনে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজগুলোতে প্রায় ১ কোটি ডিমের মজুত পাওয়া গেছে। যারা বাজারে ডিম ছাড়ছে না। এর মধ্যে দুটি স্টোরেজেই অর্ধকোটি ডিম পাওয়া গেছে যা বাজারে না ছেড়ে মজুত করে রাখা হয়েছে।

এদিকে চড়া দাম অব্যাহত রয়েছে সবজির বাজারে। এদিন প্রায় সব ধরনের সবজি বিক্রি হয়েছে ৮০ টাকার উপরে। এর মধ্যে বেগুন, কাঁকরোল ও বরবটির কেজি বিক্রি হয়েছে ১২০ টাকা, সজনে ডাটা ১৬০-১৮০ টাকা; পেঁপে, ঝিঙ্গা, ধুন্দল, রেখা, ঢেঁড়স ও টমেটোসহ করোল্লা বিক্রি হয়েছে ৮০ থেকে ১শ’ টাকায়। এছাড়াও প্রতিকেজি কাঁচা মরিচে ৪০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। এছাড়াও বাড়তির দিকেই রয়েছে পেঁয়াজসহ অন্যান্য মসলা পণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিকে প্রায় ১০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকা দরে।