২০২৫ সালে মহাকাশে চালু হচ্ছে রেস্তোরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ৩:২২ অপরাহ্ন /
২০২৫ সালে মহাকাশে চালু হচ্ছে রেস্তোরা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে খুলছে ভাসমান রেস্তোরা, শুনতে অবাক করার মতো হলেও এমনই উদ্দ্যোগে কাজ করছে নিউইয়র্কের ‘স্পেসভিআইপি’ নামে একটি পর্যটন কোম্পানি। রেস্তোরাঁর জন্য বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগ দিয়েছে তারা।

নিউইউর্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হবে এই স্পেস রেস্তোরার বাণিজ্যিক যাত্রা। ‘স্পেসভিআইপি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁটি দেখতে হবে অনেকটা বেলুনের মতো। ছয় ঘণ্টার জন্য সেই হাইটেক স্পেস-বেলুনে মহাকাশ-সফরে নিয়ে যাওয়া হবে অতিথিদের। তার জন্য মাথাপিছু খরচ প্রায় ৫ লাখ ডলার।

আপাতত ছয় জন অতিথির জন্য টেবিল থাকছে রেস্তোরাঁয়। চারপাশে বড় বড় জানালা, চোখ চলে যাবে সুদূরে। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ফুট উচ্চতায় বসে সূর্যোদয় দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। ওয়াইফাইও থাকবে।

বিশ্বের অন্যতম সেরা ড্যানিশ রেস্তোরাঁ ‘অ্যালকেমিস্ট’-এর শেফ রাসমুস মাঙ্ক মেনু তৈরি করছেন। এখনো মেনু চূড়ান্ত হয়নি, তবে ৩২ বছর বয়সী শেফ জানিয়েছেন, মহাকাশ সফরের মতো মেনুতেও স্বাদে-গন্ধে চমক থাকবে।